আয়াদের অবহেলায় শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা কাকদ্বীপ হাসপাতালে

0
185

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

কাকদ্বীপ হাসপাতালে দুদিনের শিশু কন্যা মারা যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা ছড়ালো।মৃতা শিশুকন্যা পরিবারের দাবি আয়াদের অবহেলার জন‍্য শিশুর মৃত্যু ঘটেছে।এই ঘটনায় ওই পরিবার আয়ার বিরুদ্ধে কাকদ্বীপ হারুউপয়েন্ট কোষ্টাল থানায় আভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন।

মিত্রা দাস,মৃত বাচ্চার পিসি। নিজস্ব চিত্র

অভিযুক্ত আয়ার নাম বনানি পন্ডা।১২ বছর ধরে কাকদ্বীপ হাসপাতালে কাজ করছেন,এই হাসপাতালে রয়েছে ২১ জন অস্থায়ি আয়া।ইতিমধ্যে পুলিশ আয়া কে গ্রেফতার করেছে।অভিযোগকারী দম্পতি বাড়ি কাকদ্বীপ ত্রিলোকচন্দ্র পুর অঞ্চলের পূর্ব গঙ্গাধরপুরে।এই ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে।অভিযোগ চারদিন আগে ভর্তি হয় অঞ্জনা,দুদিন আগে শিশুকন্যা জন্ম দেন সিজারে।সুস্থ্য ভাবে তিন কেজি ওজনের শিশু কন্যা জন্মদেন।তাদের আয়া ছিল বনানি।রাতে বাচ্চাটি ঘুমিয়ে পরলে আয়া মা অঞ্জনার কাছে দেন।বেশ কিছু সময়ের পর শিশুটি শিথিল হয়ে আসে এবং মৃত্যু হয় তার।মঙ্গলবার সকাল থেকে দফাই দফাই উত্তেজনা ছড়ায়।ভাঙচুর করা হয় হাসপাতাল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসে কাকদ্বীপ হারুড পয়েন্ট কোষ্টাল থানার পুলিশ।

police in hospital surrounded
হাসপাতাল চত্ত্বরে পুলিশ। নিজস্ব চিত্র

গন প্রহারের শিকার হয় আয়া।ডাক্তার সনাতন জানান অায়ার অসতর্কতার জেরে মৃত্যু হয়েছে।তার পর শুরু হয় ধুন্ধমার।যদিও আয়াদের দাবি ডাক্তারদের কারনে মৃত্যু ঘটেছে।ক্যামেরার সামনে মুখ না খুললেও হাসপাতাল সুপার রাজশ্রী দাস জানান ময়না তদন্তের পর জানা যাবে বিষয়টি।রুগী পিরিয়ডের আগে চলে আসেন।ভেলিভারি সিজার করতে বললে অস্বীকার করে, তার জেরে শারীরিক সমস্যা হয়,যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।আয়াদের উপরে দোষ চাপানোর জেরে ক্ষুব্ধ ২১ জন আয়া।

manasi maity
আয়া মানসি মাইতি।নিজস্ব চিত্র

তাদের দাবি ডাক্তারদের ভুল ভ্রান্তিতে এমন ঘটনা ঘটেছে।যার দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ নর্দমায় পরিত্যক্ত সদ্যোজাত শিশুপুত্রের দেহ,খুবলে খেল কুকুর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here