সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে রঘুনাথগঞ্জ থানার ত্রিমোহনী গ্রামের বাসিন্দা নিরঞ্জন মন্ডল নামে এক ব্যক্তি চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ পরে তাঁরই ম্রিতদেহ উদ্ধার হয় হাসপাতাল লাগোয়া পৌরসভার অধীনস্থ একটি বাজারের ছাদে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুনঃ বেলডাঙ্গায় নিজের দুই সন্তানকে হত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে
প্রাথমিক ভাবে জানা গিয়েছে ,কোনো কারণবশত হাসপাতালের বাইরে বেরিয়েছিলেন নিরঞ্জন বাবু। কিন্তু একজন ভর্তি থাকা রোগী কিভাবে সকলের চোখ এড়িয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে গেলেন মেলেনি সে প্রশ্নের উত্তর। জঙ্গিপুর পৌরসভার অধীন বাজারের ভিতর একটি দোকানের দোতলায় ছাদের ওপরে ওই ব্যক্তির মৃত্যুদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠায় পুলিশ। তবে হাতে স্যালাইনের চ্যানেল করা অবস্থায় কোন রোগী কিভাবে বাইরে চলে গেলেন, বাইরে যাওয়ার কি উদ্দেশ্য ছিল তাঁর এসব কোন উত্তর পাওয়া যায়নি। সর্বোপরি নিরঞ্জন মন্ডলের মৃত্যু হল কিভাবে সে বিষয়টিও সম্পূর্ণ ধোঁয়াশায় ভরা। মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক, হাসপাতালের নিরাপত্তায় গাফিলতি এজাতীয় একাধিক প্রশ্ন উঠছে নিরঞ্জন মণ্ডলের মৃত্যুতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584