‘ইরফানের সঙ্গে আবার দেখা হবে’, অপেক্ষায় স্ত্রী সুতপা

0
76

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

২৯ এপ্রিল, ২০২০। আজ থেকে ঠিক একমাসে আগে এই দিনটার সূচনা হয়েছিল বিষাদের সুরে। কালো ছায়ায় ঢেকে গিয়েছিল বিনোদন জগৎ। কারণ, এইদিনই সিনেমাকে বিদায় জানিয়েছিল অভিনেতা ইরফান খান। ক্যানসারের সঙ্গে দু’বছরের লড়াই করার পর জীবনখাতা বন্ধ করে কোনও এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ইরফান। দেখতে দেখতে ইরফানকে ছাড়াই গোটা একটা মাস কাটিয়ে দিলেন তাঁর স্ত্রী, সহকর্মী তথা প্রিয় বন্ধু সুতপা শিকদার।

Irfan Khan | newsfront.co
ফাইল চিত্র

শুক্রবার ইরফান খানের মৃত্যুর একমাস পূর্তির দিনই ফেসবুকে একটি আবেগে ভরা পোস্ট করেন সুতপা। ফেসবুকে স্বামীর সঙ্গে নিজের একটি ছবি এবং ইরফানের একটি সিঙ্গল ছবি পোস্ট করেন তিনি লেখেন, “ভালো কাজ, খারাপ কাজের বাইরে গিয়ে একটা ক্ষেত্র রয়েছে। আমি তোমার সাথে সেখানে দেখা করবো। আত্মা যখন ঘাসের উপর শুয়ে থাকে তখন পৃথিবীটা এতটাই ভরে উঠবে যে, এখানে আর কারোর সঙ্গে কথা বলার থাকবে না।

এখন শুধুই সময়ের অপেক্ষা। দেখা হবে, কথা হবে। যতক্ষণ না আবারও দেখা হচ্ছে ততক্ষণ শুধু অপেক্ষা।“ ইরফানের মৃত্যুর পর তাঁর স্মৃতি আঁকড়েই পড়ে রয়েছে পরিবার ও অনুরাগীরা। প্রয়াত অভিনেতার একাধিক পুরোনো ভিডিয়ো, ছবি উঠে এসেছে তাঁর বড়ছেলে বাবিল খানের ইনস্টাগ্রামের দেওয়ালে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই অভিনেতার অনুগামীরা এখনও ইরফান অভিনীত বহু সিনেমার ছোট ছোট ক্লিপিংস পোস্ট করে স্মৃতি রোমন্থন করে চলেছে। শুধু এখন নয়, ইরফানের মৃত্যুর পরেও একটি খোলা চিঠি লিখেছিলেন তাঁর স্ত্রী সুতপা।

আরও পড়ুনঃ প্রয়াণ দিবসে স্মরণঃ ঋতু’দা… তোমায় ভুলব না

সেখানে সদ্য স্বামী হারা সুতপা লেখেন, ‘কী করে বলব আমি একাই সবটা হারিয়েছি, কারণ আমি জানি হাজারো মানুষ আমার এই শোকে শামিল। তাঁরাও তো স্বজন হারানোর ব্যাথা পেয়েছে। আমার দুঃখে তাঁরাও সমব্যাথী।’ স্বামীর দেখানো পথ অনুসরণ করেই দুই ছেলে বাবিল ও আয়ানকে নিয়ে এগিয়ে যেতে চান সুতপা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here