পাঁশকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

0
78

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

আগামী ৭ই মার্চ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তার ঐ প্রচারে নেমে পড়েছে বিজেপি নেতৃত্ব। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নারায়ন দিঘির মাঠে আগামী ৭ই মার্চ ব্রিগেড সভার সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়। যেই জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari | newsfront.co
পাঁশকুড়ার সভায় শুভেন্দু। নিজস্ব চিত্র

এছাড়া উপস্থিত ছিলেন অশোক দিন্দা সহ অন্যান্য জেলার বিজেপির নেতাকর্মীরা। এই সভা থেকে শুভেন্দু বাবু কার্যত নিশানা করেন তৃণমূলের দিকে।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন,”উনি যদি নন্দীগ্রামে দাঁড়ান তাহলে নিজের কেন্দ্র থেকে ২গুন ভোটের হারাব। পাশাপাশি নির্বাচনের ফল ঘোষণার পর সবুজ আবির কে সরিয়ে গেরুয়া আবিরে ভরিয়ে দেব গোটা এলাকা।”

আরও পড়ুনঃ ক্ষমতায় ফিরলে প্রবীণ বিদায়ী বিধায়কদের জন্য বিধানপরিষদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর পার্টিকে নিয়ে জোর কদমে প্রচারে নামতে হবে এমনটাই কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি একাধিক দুর্নীতির প্রসঙ্গে বর্তমান রাজ্য সরকার থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের তুলোধনা করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here