নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারও বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর গলায় সেই সুর পাওয়া গেল। “আমি ইলেকটেড নট সিলেক্টেড”, রবিবার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার এগরা হাইস্কুল ময়দানে।

উপস্থিত ছিলেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। এদিন সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যাসাগরের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের একাধিক সাফল্যের কথা তুলে আনলেন তিনি।
আরও পড়ুনঃ ‘২০২১ সালে তৃণমূল ২২১ টি আসনে জয় লাভ করবে’,বীরভূমে বললেন মদন মিত্র
পাশাপাশি আগামী দিনে ব্যাঙ্কের পরিষেবা গুলো আরো বেশি করে যাতে সাধারণ মানুষ পান সেই দিকেই এগোচ্ছে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মহামারী ভাইরাস মোকাবিলায় লকডাউনের সময় বহু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এই ব্যাঙ্ক।
দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও পরিযায়ী শ্রমিকদের জন্য এগিয়ে এসেছে এই ব্যাঙ্ক। পাশাপাশি বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক প্রদীপ পাত্র বলেন এখানে সবাই ইলেকটেড নয় এখানে কিছু মনোনীত কর্মচারী রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584