পিতৃ স্মৃতির উদ্দেশ্যে দরিদ্র নাট্য,ক্রীড়াজগতের মানুষদের সাহায্য মেয়ের

0
24

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট শহরের অন্যতম ক্রীড়াব্যক্তিত্ব তথা নাট্যব্যক্তিত্ব দীপক রক্ষিতের প্রয়াণ ঘটে বিগত দু’বছর আগে। আর বালুরঘাটের এই অন্যতম বিশিষ্টজনের প্রয়াণ দিবস উপলক্ষে তার কন্যা প্রিয়াঙ্কা রক্ষিত দাস অভিনব উদ্যোগ নিলেন এদিন।

priyanka rakhit distribute food to unprivileged on death anniversary of father | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লকডাউন চলছে দুই মাসের বেশি সময় ধরে। তাই বিভিন্ন মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সেই কারণে অন্যান্য দরিদ্র মানুষের মতোই ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত দরিদ্র ব্যক্তি এবং নাট্য জগতের সঙ্গে যুক্ত দরিদ্র ব্যক্তিদেরও বাড়িতে অর্থাভাব সৃষ্টি হয়েছে। কিন্তু এই মানুষগুলো সমাজের অন্যান্য দরিদ্র মানুষদের মতো সহজে কারও সাহায্য নিতে সঙ্কোচ বোধ করেন।

আরও পড়ুনঃ চুঁচুড়া পুর এলাকায় বসল বিনামূল্যে সবজি বাজার

তাই প্রিয়াঙ্কা রক্ষিতের উদ্যোগে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে বালুরঘাট শহরের বিভিন্ন মাঠ কর্মী এবং দরিদ্র নাট্যজগতের ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হল খাদ্যদ্রব্য।

সমাজের দরিদ্র মানুষদের কথা অনেকে ভাবলেও এই ক্রীড়াজগতের এবং সাংস্কৃতিকজগতের দরিদ্র মানুষদের কথা অনেকেই ভুলে গেছেন। তাই সমাজের এই অংশের দরিদ্র মানুষদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা রক্ষিতের এই উদ্যোগটি প্রশংসনীয় বলে মনে করছেন বালুরঘাটের সংস্কৃতিপ্রেমী ও ক্রীড়াপ্রেমী মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here