নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
নন্দীগ্রামের বাসিন্দা মৃত ভারতীয় সেনা জওয়ান বুদ্ধদেব পণ্ডার পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷দু’লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি যে কোনও সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি৷
সোমবার বিকালে নন্দীগ্রাম ১ ব্লকের চিল্লগ্রামে মৃত জওয়ানের পরিবারকে সমবেদনা জানাতে আসেন শুভেন্দুবাবু৷ প্রথমে মৃত জওয়ানের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে আত্মার শান্তি কামনা করেন।পরে পরিবারের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন।মৃত সেনা জওয়ানের বাবা বাসুদেব পণ্ডা জানান, তার আর এক ছেলে তরুণ পণ্ডাকে চাকরিরও আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷ বুদ্ধদেবের সন্তান সম্ভবা স্ত্রীর চিকিৎসারও দায়িত্ব নিয়েছেন তিনি ৷
গত শুক্রবার উত্তর প্রদেশের লক্ষ্মৌ এ বিকেলে স্নানের পর ভেজা কাপড় শুকোতে গিয়ে ক্যাম্পে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় বুদ্ধদেব।পরে মৃত্যু হয় তাঁর।ছেলের মৃত্যুর খবরে এখনও শয্যাশায়ী মা প্রতিমা পণ্ডা।দুই ভাইয়ের মধ্যে বড় বুদ্ধদেব।উচ্চমাধ্যমিক পাশ করে বছর ছয়েক আগে সেনা বাহিনীতে যোগদান করেছিলেন তিনি৷বৃহস্পতিবার রাতে শেষবারের মতো তার কথা হয়েছিল পরিবারের সঙ্গে। বুদ্ধদেবের স্ত্রী রাখি নয় মাসের সন্তান সম্ভবা।চার বছরের এক শিশুকন্যাও আছে তাঁদের।বুদ্ধদেবের রয়েছে এক অবিবাহিত বোন৷পুজোর আগেই বাড়ি ফেরার কথা ছিল। রবিবার তাঁর দেহ কফিন বন্দি হয়ে গ্রামে ফেরে৷রাষ্ট্রীয় মর্যাদার শেষকৃত্য সম্পন্ন হয়৷
আরও পড়ুনঃ গাড়ির ধাক্কায় আহত পড়ে রইল,গাড়ি নিয়ে থানায় গেল পুলিশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584