তোলাবাজ ভাইপো এখনই যেন ফাঁসির মঞ্চে না যান! কটাক্ষ শুভেন্দুর

0
84

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

suvendu adhikari | newsfront.co
ফাইল চিত্র

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের নোটিশ নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে চাপানউতোর চলছে। রুজিরা বন্দ্যোপাধ্যায়েরকে নোটিস প্রসঙ্গে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেন, “টাকা বিদেশে গিয়েছে। শুধু থাইল্যান্ড না, আরও নানা জায়গায় গিয়েছে।” এরপরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “আমি ৩ বছর আগেই বলেছি, বিনয় মিশ্রের মাধ্যমে টাকা পাচার হয়ে গিয়েছে। আর উনি তো ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখিয়ে দিয়েছেন। এখন সিবিআই তার কাজ করুক। কান টানলে মাথা আসবে। আর মাথা কোথায় গিয়ে মিলবে….!”

বাবুলের কথার সূত্র ধরেই ফের শুভেন্দু অধিকারীর তীব্র কটাক্ষ, “তোলাবাজ ভাইপো এখনই যেন ফাঁসির মঞ্চে না যান! আমি অনুরোধ করব। এখনও অনেক কিছু দেখা বাকি আছে।”

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি বারুইপুরের সভায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, “লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে দেখুন। প্রতি মাসে ৩৬ লাখ টাকা করে ঢুকেছে। থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে।” কড়া আক্রমণ শানিয়েছিলেন অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে। যাঁর পাল্টা জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন আমাকে ছেড়ে আমার স্ত্রীকে নিয়ে পড়েছে।” যদি সত্যিই তাঁর স্ত্রী দোষী হয়, তাহলে সিবিআই কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না? সে প্রশ্নও তুলেছিলেন অভিষেক। পাশাপাশি, অভিযোগ প্রমাণ করতে পারলে ‘ফাঁসির মঞ্চে’ যাবেন বলেও পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়েন তিনি। সেই চ্যালেঞ্জকেই যেন আজ কটাক্ষে ফিরিয়ে দিলেন শুভেন্দু-বাবুল।

আরও পড়ুনঃ এবার সিবিআই নোটিশ অভিষেকের শ্যালিকাকে

উল্লেখ্য, কয়লাকাণ্ডের অন্যতন কিংপিন বিনয় মিশ্রের সঙ্গে রুজিরা ব্যানার্জির যোগ থাকার তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য মিলেছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট লন্ডনের এবং আরেকটি ব্যাঙ্ককের। ইতিমধ্যেই নীরজ সিং নামে একজন মধ্যস্থতাকারীর হদিস পেয়েছে সিবিআই। তিনি শ্রীরামপুরের একজন চ্যাটার্ড অ্যাকাউন্ট। বিনয় ঘনিষ্ঠ এই নীরজ সিং অ্যাকাউন্টে টাকা ফেলতেন বলে সিবিআই সূত্রে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here