দিলীপ ঘোষকে হারাধন ঘোষ বলে কটাক্ষ পরিবহন মন্ত্রীর

0
233

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ফের দিলীপ ঘোষকে হারাধন ঘোষ বলে কটাক্ষ করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মহা মিছিল ও জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের এনআরসি ও সিএএ বিল নিয়ে তীব্র বিরোধীতায় কোমর বেঁধে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বর্তমান শাসকদল থেকে শুরু করে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। একদিকে যখন বর্তমান শাসক দলের এই বিলের বিরোধিতা একের পর এক কর্মসূচি করছে, অন্যদিকে এই বিলের সমর্থনে বঙ্গ বিজেপিও পিছিয়ে নেই।

শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

রাজ্যের উপর রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে তরজা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকায় মহা মিছিল শেষে জনসভা করে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, তিনি নিজের কেন্দ্রে কুড়ি হাজার ভোটে উপনির্বাচন ভোটে হেরেছে, তিনি আরো অভিযোগ করে বলেন কাঁথি পৌরসভা ভোটের সময় ২১/০ আসনে টক্কর থাকবে তৃণমূলের,অর্থাৎ আগামী পুরসভার ভোটে যে কাঁথি পুরসভা বর্তমান শাসক দলের দখলে থাকবে এই দিন বক্তৃতার মাঝে সেটা স্পষ্ট করে দেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন শীত গ্রীষ্ম বর্ষা কাঁথিতে শিশির অধিকারী ভরসা, অর্থাৎ কাঁথি এলাকায় যে আগামী ভবিষ্যৎ শিশির অধিকারী শেষ কথা থাকবে সেটা স্পষ্ট করে দেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জনসমাবেশ। নিজস্ব চিত্র

তিনি বলেন সেন্ট্রাল বাস স্ট্যান্ড শিশির অধিকারী বাবু না করে দিলে দীলিপবাবুর এত বড় বড় কথা বলার সুযোগ হতো না, তিনি আরো বলেন লোকসভা ভোটের সময় শিশির বাবুকে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিলেন দীলিপবাবু, এত নোংরা প্রচার অন্য রাজনৈতিক দলের আমি কখনো দেখিনি এমনই বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন আসন নিয়ে ভোট একবার পাওয়া যায় রেশন না দিলে ভোট বারবার পাওয়া যায় না, অর্থাৎ বক্তব্যে যে উন্নয়নের বার্তায় মূল সেটা আরেকবার পরিষ্কার হয়ে গেল। এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের সংসদ দিব্যেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি দেবব্রত দাস সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here