নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
মাধ্যমিক পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করেছে আদিবাসী কন্যা মন্দিরা মুর্মু। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চারিচাকা গ্রামে। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করে সে, কিন্তু পরিবারের খারাপ আর্থিক অবস্থা বাধা হয়ে দাঁড়ায়। তাই এই আদিবাসী কন্যার পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী তার অনুগামীদের মাধ্যমে পড়াশোনার বই ও অন্যান্য সামগ্রী মন্দিরার কাছে পৌঁছে দেন। মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৫১ অর্থাৎ ৯৩ শতাংশ।সে গিধনি এলােকেশী হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সামান্য জমিতে চাষ করে যেটুকু আয় হয়, তা দিয়েই সংসার চালান মন্দিরার বাবা গুরুচরণ।
আরও পড়ুনঃ অযোধ্যার রামমন্দির নির্মাণে গেল কোচবিহারের মাটি
গুরুচরণ ও তার স্ত্রী লক্ষ্মী মুর্মু অবশ্য স্বামীর সঙ্গে সংসারের জোয়াল সামলান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা হিসেবে। গুরুচরণ ও লক্ষ্মীর দুইমেয়ে। বড় মন্দিরা আর ছােট মেয়ে নন্দিতা সপ্তম শ্রেণীতে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584