‘বিজেপিতে এসেও বলেছিলেন লাখ লাখ লোক আনবেন’, মুকুলকে কটাক্ষ শুভেন্দুর

0
85

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সম্প্রতি গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরে এসেছেন বঙ্গ রাজনীতির চান্যক মুকুল রায়। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিকমহলে। প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

suvendu adhikari mukul roy | newsfront.co
কোলাজ চিত্র

সূত্রের খবর, মুকুলের যোগদানের পর বিজেপির অনেক বিধায়কই শাসক দলে ফিরতে চাইছেন। এই প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি জানান, “মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখতেই পারেন বিধায়করা। এটা মুকুল রায় ভালো বলতে পারবেন। মুকুল রায় যখন বিজেপিতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন লাখ লাখ লোক আনবেন।”

আরও পড়ুনঃ খুলছে শপিংমল, রাজ্যে ১ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের সময়সীমা

তিনি আরও বলেন, বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে দলবদল করেছেন মুকুল রায়। তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য এক দিন সময় দিল বিজেপি। তার মধ্যে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ না করলে দল বিরোধী আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে মুকুল রায়ের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, বুধবারের মধ্যে স্পিকারের কাছে মুকুলের বিরুদ্ধে আবেদনও জানানো হবে।

উল্লেখ্য, আজ ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে অভিযোগ জানাতে রাজভবনে আসেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। রাজভবনের খোলা বারান্দায় বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আরও পড়ুনঃ হরিয়ানায় আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ

রাজ্যপালকে শুভেন্দু বলেন, ‘ভেবেছিলাম এত আসনে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে সন্ত্রাস কমবে। কিন্তু উল্টে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে হিংসা চরম আকার নিয়েছে। রাজ্যের মহিলারাও সুরক্ষিত নন। এই নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে রাজ্যবাসী।’

তিনি আরও বলেন, তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে, এই নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন এবং সিবিআই তদন্তের দাবিও জানাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here