হার্মাদ মুক্ত দিবস বর্ষপূর্তিতে পথসভায় শুভেন্দু অধিকারী

0
76

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

suvendu adhikari | newsfront.co
মিছিলে পরিবহন মন্ত্রী। নিজস্ব চিত্র

২৪ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী হার্মাদ মুক্ত দিবস বর্ষ পূর্তিতে বাঁশগোড়া হইতে কামারদা বাজার পর্যন্ত বিশাল পদযাত্রায় আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই দিন এই পদযাত্রায় কয়েক হাজার মানুষের উপস্থিত ছিলেন, যেখানে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ সাধারণ ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বামেদের মিছিল

এদিন পদযাত্রা শেষে কামারদা বাজার এলাকায় এক পথসভার আয়োজন করা হয়, এই দিন এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত বাম আমলে হার্মাদদের অত্যাচারের কথা তুলে আনেন, তিনি বলেন সেই সময় এলাকার মানুষজন গর্জে উঠেছিল, পাশাপাশি এলাকার বিভিন্ন নেতৃত্বের নাম প্রকাশ করেন তিনি।

procession rally | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কাল থেকে শুরু হচ্ছে প্রাথমিকে নিয়োগের জন্য নাম নথিভুক্তর কাজ

এইদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সেই সময় এসেছিলাম কামারদা এলাকায় যেখানে হার্মদরা উপস্থিত ছিল, আমাকে দেখে হার্মাদের নেতারা হকচকিয়ে গিয়েছিল অর্থাৎ হতভম্ব হয়ে পড়েছিল, তখন আমরা তাড়া করি হার্মাদ বাহিনীকে এবং হার্মাদ মুক্তকরি গোটা এলাকা।

তখনও এসেছিলাম খেজুরিতে এখনও এসেছি খেজুরিতে। এককথায় বলা যেতে পারে শুভেন্দু অধিকারী যে তাদের পাশে রয়েছেন তাঁর বক্তব্যে সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here