মনিনাথপুরে আক্রান্ত পরিবারের পাশে শুভেন্দু

0
84

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Suvendu beside the affected family
নিজস্ব চিত্র

গত ২ জুন বিজেপির বিজয় মিছিল থেকে নারায়ণগড়ের নারমা গ্রাম পঞ্চায়েতের মনিনাথপুরে তৃণমূলের বুথ সভাপতি মানস ভট্টাচার্য-সহ আটটি বাড়িতে ভাঙচুর চালায় বিজেপি। মারধরের অভিযোগও তুলেছিল তৃণমূল। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে মনিনাথপুরে আসেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Suvendu beside the affected family
নিজস্ব চিত্র

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ভাঙচুর চালানো হয় এক ভিলেজ পুলিশের বাড়ি সমেত বাইক। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে দলের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে যান। সরকারি ভাবে সাহায্যের কথাও জানিয়েছেন।

আরও পড়ুনঃ অপহৃত নাবালিকাকে উদ্ধারের দাবীতে পুলিশ সুপার অফিস ঘেরাও

তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন,”আমরা পারলে আশিটা বাড়ি ভাঙচুর করতে পারি।কিন্তু আমরা তা করব না।বিজেপিকে ভোট দিয়ে মানুষ এখন বুঝতে পারছেন কী ভুল করেছেন তারা। সিপিএমকে সাথে নিয়ে বিজেপি একাজ করেছে।” প্রশাসনকে এদিন কড়া নির্দেশ দিয়ে যান ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here