নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাণিজ্যিক ব্যাঙ্ক গুলিকে বাঁচাতে কেন্দ্র সরকার যতটা তৎপর ধুঁকতে থাকা সমবায় ব্যাঙ্কগুলিকে উজ্জীবিত করতে সেরকম কোনো উদ্যোগ দেখা যায়নি বলে কেন্দ্র সরকারের সমালোচনা করলেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্ধু অধিকারী।
তিনি নিজে বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান। রবিবার মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি সদনে ব্যাঙ্কের বার্ষিক সভায় যোগ দিতে আসেন তিনি। ধুঁকতে থাকা গ্রামের সমবায় ব্যাঙ্কগুলি কিভাবে কাজ করছে , রাজ্য সরকার কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এর উল্লেখ করে তিনি জানান , কেন্দ্র সরকার সমবায় ব্যাঙ্ক গুলিকে নিয়ে কিছু ভাবছে না। নিষ্ক্রিয় সমবায় ব্যাঙ্কগুলিকে উজ্জীবিত করার কোনো উদ্যোগ নিচ্ছে না।
ব্যাঙ্ক সংযুক্তিকরন নিয়ে কেন্দ্রের সমালোচনা করে বলেন , ‘ দেউলিয়া হয়ে যাওয়া বাণিজ্যিক ব্যাঙ্ককে বাঁচাতে ১০ টি ব্যাঙ্ক মিলে ৪ টি ব্যাঙ্ক করা হচ্ছে। রির্জাভ ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে ৭৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এসব ব্যাঙ্ককে বাঁচাতে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও একাজ করার সাহস দেখাননি। ‘
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্ৰী
সমবায় ব্যাঙ্কের জন্য কেন্দ্র সরকার কিছু না করেও কিভাবে এর থেকে করা আদায় করছেন তা নিয়েও কেন্দ্রকে একহাত নেন দীর্ঘ ২০ বছর ধরে সমবায়ের সঙ্গে যুক্ত থাকা শুভেন্দু অধিকারী |
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584