বড়দিনে আসছে ধেয়ে মিষ্টি মা, চিনি মেয়ে

0
325

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সোশ্যালে একটি পোস্টার নজরে এল। জানা গেল ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর প্রযোজনায় হৈ চৈ প্ল্যাটফর্মে আসছে ‘চিনি’। ছবির গল্পকার এবং পরিচালক মৈনাক ভৌমিক। মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। মেয়ের চরিত্রে মধুমিতা সরকার।

Chini movie | newsfront.co

পোস্টার দেখে আন্দাজ করা যায় ছবিতে মা-মেয়ের চিরাচরিত চিনির মতো মিষ্টি কেমেস্ট্রিই এখানে কামাল দেখাবে। কিন্তু শুরু থেকেই কি মিষ্টি সম্পর্ক দুজনের? না, গল্প তা বলছে না। বরং মেয়ে চিনির ধারণা মা তাকে একেবারেই বোঝে না। তাই চিনি নিজের মায়ের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলে। তাতেও আপত্তি নেই চিনির বিধবা মা সরোজিনী বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ মিষ্টি গল্প নিয়ে আসছে ‘মিঠাই’

এরপর একটি ঘটনার দৌলতে তারা কাছাকাছি আসে। সেদিন চিনি বোঝে মা মা-ই হয়। তার মতো করে সন্তানকে বুঝবে কার সাধ্যি? এহেন গল্প নিয়েই বড়দিনে হৈ চৈ-তে আসছে ‘চিনি’।

আরও পড়ুনঃ কলকাতাকে শ্রদ্ধা জানাতে হাজির ‘তলওয়ার টকস’

সিনেমাটোগ্রাফিতে প্রসেনজিৎ চৌধুরী। সম্পাদনায় সংলাপ ভৌমিক। সঙ্গীত পরিচালনায় প্রসেন এবং অমিত-ঈশান। গানের কথা লিখেছেন প্রসেন এবং রিতম সেন। শিল্প নির্দেশদনায় তপন কুমার শেঠ। কস্টিউম করেছেন অজপা মুখার্জি। ‘চিনি’র বিপরীতে কাকে দেখা যেতে পারে তা জানা যায়নি এখনও৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here