শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দলীয় নেতার করোনা আক্রান্তের ঘটনায় মঙ্গলবার বিকেলে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে সোয়াব টেস্টের জন্য লালারস সংগ্রহ করা হল তৃণমূলের জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের।
এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অর্পিতা ঘোষ ছাড়াও সোয়াব টেস্টের জন্য লালা রস সংগ্রহ করা হয় মন্ত্রী বাচ্চু হাঁসদা, গঙ্গারামপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি গৌতম দাস, তৃণমূল নেতা দেবাশিস মজুমদার ও সুভাষ চাকীর। তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি এদিন সাংবাদিকদেরও সোয়াব টেস্টের জন্য লালারস সংগ্রহ করা হয়।
আরও পড়ুনঃ করোনা হানা এবার আমিরের বাড়িতে
প্রসঙ্গত, যুব তৃণমূল নেতার করোনা পজেটিভের খবর আসে গত ২৭ জুন। এদিকে ওই যুব তৃণমূল নেতা গত ২৫ শে জুন বুনিয়াদপুরের একটি দলীয় কর্মসূচিতে হাজির ছিলেন। সেই কর্মসূচিতে তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ সহ জেলার একাংশ নেতৃত্ব হাজির ছিলেন।
এদিকে যুব তৃণমূল নেতার করোনা পজেটিভ খবর আসার পরই ওই দিনের দলীয় কর্মসূচিতে হাজির থাকা তৃণমূল নেতাকর্মীদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। আজ জেলার শীর্ষ নেতাদের সোয়াব টেস্টের জন্য আজ লালারস সংগ্রহ করা হয়। ওই দিনের অনুষ্ঠানে থাকা বাকিদের সোয়াব টেস্ট হবে আগামী ২ জুলাই বলে অর্পিতা ঘোষ জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584