কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে চলছে লালারসের নমুনা সংগ্রহের কাজ

0
36

মনিরুল হক, কোচবিহারঃ

রাজ্যের অন্যান্য জেলা গুলির পাশাপাশি কোচবিহারেও চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিন ১০০ বা তারও বেশি সংখ্যায় মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলির তুলনায় উত্তরবঙ্গের জেলা গুলিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

এমন পরিস্থিতিতে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য কোচবিহার শহর জুড়ে লাগাতার করোনা টেস্ট করে যাচ্ছে জেলা প্রশাসন। সদর মহকুমা শাসকের উপস্থিতিতে শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন গড়ে ৩০০ জনের সোয়াব টেস্ট করানো হচ্ছে।

people | newsfront.co
নিজস্ব চিত্র

আজ শনিবার এই দৈনিক নিয়ম পালন করতে কোচবিহার ২ নম্বর ব্লকের অন্তর্গত চকচকা শিল্প কেন্দ্রের সামনে করোনা টেস্টের জন্য লালার নমুনা সংগ্রহ করা হয়। এদিন প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চকচকা শিল্পকেন্দ্রের সাধারণ মানুষেরা।

test | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল জানান,“শিল্পপতিদের সাথে করোনা টেস্টের ব্যাপারে যোগাযোগ করা হয়। পরে তারা রাজি হয়ে প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। চকচকা শিল্প কেন্দ্রের সমস্ত কারখানার শ্রমিক ও মালিকরা সোয়াব টেস্ট করাতে রাজি হন। এরপরই দুই জায়গায় করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়।”

আরও পড়ুনঃ শালবনি কোভিড হাসপাতাল পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

এদিন করোনা টেস্ট করতে আসা চকচকা শিল্পাঞ্চলের এক ব্যবসায়ী জানান, “আমার কারখানায় ১৫০০ লোক কাজ করছেন। এদের মধ্যে কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার সংস্পর্শে এলে অন্যরাও আক্রান্ত হবেন। কিন্তু এখানে টেস্ট করার পর কেউ পজিটিভ বেরোলে, তাকে সবার থেকে আলাদা করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। সদর মহকুমা শাসকের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here