নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নির্ণয় করার জন্য নির্ধারিত পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন জেলার বাসিন্দারা। বিশেষ করে ইংলিশবাজারের বাসিন্দাদের মধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
শুধু করোনা পরীক্ষার জন্য গিয়ে ফিরে আসাই নয়, শহরের রোগীরা লালারস দিয়ে আসার পরে তাঁর রিপোর্টও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন ধরেই মালদহ মেডিকেলে এই অব্যবস্থা চলছে বলে অভিযোগ। সম্প্রতি ইংলিশবাজার শহরের বাসিন্দা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী তীব্র জ্বর ও প্রবল কাশির মতো উপসর্গ নিয়ে মালদহ মেডিক্যালে গিয়েছিলেন করোনা পরীক্ষা করাতে ।
আরও পড়ুনঃ জলের তলায় কবরস্থান,জমা জলে চলছে নৌকা
প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করলেও তাঁর লালারসের নমুনা শেষ পর্যন্ত নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, ইংলিশবাজার শহরের বাসিন্দা মধ্যবয়সী এক পরিচারিকা মালদহ মেডিকেলে গিয়ে লালারসের নমুনা দিয়ে আসেন। তাঁর অভিযোগ, পরে রিপোর্ট আনতে গেলে বলা হয়, লালারসের নমুনা ফের দিতে হবে। কারণ জিজ্ঞেস করা হলে তাঁকে কখনও বলা হয়, আগের নমুনা পাওয়া যাচ্ছে না ,আবার কখনও বলা হয় নমুনা নষ্ট হয়ে গিয়েছে।
মালদহ মেডিকেলের সুপার তথা উপাধ্যক্ষ অমিত দাঁ এই বিষয়ে বলেছেন, “কেন এমন অভিযোগ এসেছে জানি না। তবে নির্দিষ্ট অভিযোগ এলে সেগুলি খতিয়ে দেখা হবে। সোয়াব টেস্টের সংখ্যা কিছুটা কমলেও দ্রুত তা বাড়ানোর চেষ্টা চলছে”।করোনা পরীক্ষা নিয়ে ঢিমেতালের নানা অভিযোগ মালদহ মেডিকেলে – নিজস্ব সংবাদদাতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584