‘যিশু পরমব্রত অনির্বাণরা কি তাহলে উভকামী’- সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন স্বস্তিকার

0
260

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Swastika Mukherjee | newsfront.co

টানা ১ ঘণ্টা ৯ মিনিটের একটি লাইভে শ্রীলেখা মিত্র একের পর এক পরিচালক এবং অভিনেতার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন। তালিকায় রয়েছেন টলিবাদশা প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখার্জি, অশোক ধানুকা, শিবপ্রসাদ মুখার্জি, কৌশিক গাঙ্গুলির মতো ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ানো প্রতিনিধিরা। শ্রীলেখার মতে, গডফাদার হল সেই লোক যে কিনা কোনও কিছুর বিনিময়ে কাজ পাইয়ে দেন। তাঁর কথা অনুযায়ী তাঁর কেরিয়ারে কোনওদিন কোনও গডফাদারের উপস্থিতি ছিল না। তাই তিনি ব্রাত্যই থেকে গিয়েছেন বরাবর। জুটেছে কেবলই পার্শ্বচরিত্র।

এই প্রসঙ্গে তিনি প্রসেনজিৎ-ঋতুপর্ণার সম্পর্ক এবং সৃজিত-স্বস্তিকার সম্পর্ক ধরেও টান দেন। মুখ খোলেন ঋতুপর্ণা। মুখ খুললেন স্বস্তিকাও।

facebook post | newsfront.co
স্বস্তিকার পোস্টের স্ক্রিনশট

স্বস্তিকা আজ তাঁর ফেসবুক পেজ এ লিখেছেন, কোনও পরিচালকের সঙ্গে এক বা একের বেশি কাজ করা মানেই তাঁর সঙ্গে শুয়ে পড়া কিংবা প্রেম করা? তা আমি এক পরিচালকের সঙ্গে তাঁর জীবনের ১৭ টা ছবির মধ্যে আড়াইখানাতে কাজ করেছি।

আরও পড়ুনঃ সুশান্ত প্রসঙ্গে টলিউডের বেগম-বাদশার প্রতি ক্ষোভপ্রকাশ শ্রীলেখার

তার মধ্যে দুটি মুখ্য চরিত্র একটি অতিথি শিল্পী। এই পরিচালকের সঙ্গে যিশু সেনগুপ্ত এবং প্রসেনজিৎ ৭টা, অনুপম রায় ৯ টা, সৌমিক হালদার ১১ টা, অনির্বাণ ভট্টাচার্য এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬ টা কাজ করেছেন তার মানে তাঁরা আরও বেশি শুয়েছেন পরিচালকের সঙ্গে? এঁরা তা হলে সবাই উভকামী এবং সুযোগসন্ধানী? যুক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিত তাই না? নাকি নিজের খামতি ঢাকতে স্লাটশেমিং শুধু আমাদের মতো ‘কু যোগ্য’ অভিনেত্রীদের করা হবে যারা একেবারেই অভিনয়টা পারে না?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here