রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
২০১৯ সালে দাঁড়িয়ে দু’টাকার মিষ্টি শুনলে চোখ ছানাবড়া হয়ে যায়। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয়ঘড়িয়া গ্রামে প্রায় আটারো বছর ধরে ব্যবসা চালাচ্ছে এই মিষ্টির দোকান। দু’টাকার ছানাবড়া থেকে বিভিন্ন স্বাদের রসগোল্লা, গজা, লবঙ্গ লতিকা সমস্ত মিষ্টিরই দাম মাত্র ২ টাকা।
আবার দু’টাকায় পেট ভরে মিষ্টি খাওয়ার পর মুখ মেরে গেলে একটু নোনতা খেতে ইচ্ছে করে। সেই স্বাদ মেটানোর জন্যও রয়েছে গরম সিঙ্গারা, যার দামও মাত্র ২ টাকা।
এ বিষয়ে বিক্রেতা জানান, মানুষের কাছে এই মিষ্টির চাহিদা অনেক। কেবলমাত্র এলাকাতেই নয়, বাইরের বিভিন্ন জায়গা থেকে অনেক অর্ডার আসে এই দোকানে। দীর্ঘ ১৮ বছর ধরে অনেক চাপানউতর ঘটেছে কিন্তু দামে কোনও বদল আসেনি।
আরও পড়ুনঃ আনন্দপুরে কালাচাঁদ জিউর রাস উৎসব ঘিরে উদ্দীপনা
কিন্তু এত কম টাকাতে বিক্রি করেও লাভ কতখানি থাকে, তা জানতে চাওয়ায় ব্যবসায়ী জানান, লাভ না থাকলে তো এত কম দামে মিষ্টি বিক্রি করা সম্ভবই হতো না।
এমনকি এই দোকানের দই বিক্রি হয় ৯৫ টাকা কেজিতে, যা এখনকার দিনে ভাবনাতীত। শুধু দামেই চমকপ্রদ না, সুস্বাদেও এই মিষ্টির দোকান অনেককেই হার মানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584