নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
হাঙ্গর হানায় বন্ধ বিশ্ববিখ্যাত বন্ডি বিচ সহ সিডনি-র একাধিক সমুদ্র সৈকত। বৃহস্পতিবার হাঙ্গরের আক্রমণে মৃত্যু হয় এক সাঁতারুর, তারপরেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় সিডনির বেশিরভাগ সমুদ্রতট। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, বিগত ৬০ বছরে এই সমুদ্রতটগুলিতে হাঙ্গরের আক্রমনে মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাঙ্গরের আক্রমণ সমুদ্রের যে এলাকায় ঘটে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় ড্রাম লাইন অর্থাৎ হাঙ্গরের জন্য টোপ বসানো হয়েছে প্রশাসনের তরফে। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে ঐ এলাকায় নজরদারি চালানো হচ্ছে যাতে এখনো ঐ অঞ্চলে হাঙ্গর রয়েছে কিনা তা জানা যায়। ঘটনাটি ঘটেছে ‘লিটল বে’ সমুদ্রতটে, বিকেলের দিকে এক সাঁতারু জলে নামলে হাঙ্গরের দল আক্রমণ করে ও প্রাণ হারান তিনি। অস্ট্রেলিয়া প্রশাসন মৃতের পরিচয় প্রকাশ করেনি। র্যান্ডুইক কাউন্সিলের মেয়র ডিলান পার্কার এই ঘটনায় শোক প্রকাশ করেন।
আরও পড়ুনঃ ‘অজানা’ অসুখে ভেন্টিলেটরে থাকার পরে এখন সুস্থ হচ্ছেন মার্কিন ফিটনেস ইনফ্লুয়েন্সার লেক্সি রিড
সিডনির বিখ্যাত এক বার্ষিক চ্যারিটি ইভেন্ট ‘মিউরারি রোজ মালাবার ম্যাজিক ওশান’ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার। তার ঠিক আগের দিনই এই ঘটনার ফলে আতঙ্কিত উদ্যোক্তারাও। এই চ্যারিটি ইভেন্টে বহু সাঁতারু যোগ দেন।
আরও পড়ুনঃ চোখের পলকে দিন মজুর থেকে ঝাঁ চকচকে মডেল, পাল্টে গেল কেরালার মাম্মিকার জীবন
উদ্যোক্তারা জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরাও। কোন ঝুঁকি তাঁরা নিতে রাজি নন, প্রয়োজনে ইভেন্ট পিছিয়ে দিতে বাধ্য হবেন তাঁরা। সেক্ষেত্রে ইভেন্টটি মার্চ মাসের ৬ তারিখে অনুষ্ঠিত হবে। আপাতত হাঙ্গরের ভয়ে কাঁপছে সিডনির বেশিরভাগ সমুদ্র সৈকত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584