জ্ঞানই মুক্তি- কুলতলি দুর্গোৎসবের বার্তা

0
335

বাদল মণ্ডল, কুলতলি:
দীর্ঘ ৫৭ বছরের প্রাচীন একটি ঐতিহ্যশালী পুজো, যার পরিচলনায় কুলতলি আমরা সবাই। সুদীর্ঘকাল হতে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের সার্বিক উপস্থিতি ও ঐকান্তিক সহযোগীতায় এই উৎসব হয়ে আসছে। এ বছর এই পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে একটি লাইব্রেরির আদলে, যেখানে সকল জাতি ও সকল শ্রেণির পুস্তক প্রাধান্য পেয়েছে। মূল ভাবনা হল জ্ঞানের মধ্যে দিয়েই সম্প্রীতি ও সমন্বয়। জ্ঞানের মধ্য দিয়েই মধ্য দিয়ে দূরীভূত হয় সকল প্রকার গোঁড়ামির অন্ধকার, তাই পাঠ্য বিষয় শুধু শিক্ষা গঠনে প্রয়োজন উন্মুক্ত জ্ঞান চর্চা সেই লক্ষেই এই থিম।
পাশাপাশি প্রতিমা নির্মাণেও আনা হয়েছে অভিনবত্ব,প্রতিবারের ন্যায় মহিষাশুরমর্দিনী রূপে নয় একজন ধ্যানগম্ভীর তপস্বীনী রূপে আসীন দেবী। যেখানে তিনি অশুরদলনী নয় জগতের মঙ্গল ও সর্বত্র শান্তি কামনায় আশীর্বাদ বিতরণ করছেন। জাঁকজমকের আতিশয্য নয় অভিনবত্বে আর বর্তমান সময়ের বিভেদের মাঝে এই পুজো এক নতুন আবেদন ভাস্বর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here