নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
শিক্ষক বলেছিলেন, এই ছেলের দ্বারা কিচ্ছু হবে না। আর সেই ছেলেই আজ আইএএস। সাফল্যের শিখরে পৌঁছতে কাজে লাগে না কোনো শর্টকার্ট, একাগ্রতা ও সংযমই এর আসল চাবিকাঠি। কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব। আর তা যদি হয় আইএএস তার জন্য কতটা পরিশ্রম প্রয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না।
সবথেকে বেশি অবাক করার বিষয় হল, দ্বাদশ শ্রেণীতে অঙ্কে ফেল করে কি আইএএস হওয়া যায়? হ্যাঁ, যায়। তার প্রকৃত উদাহরণ হল সইদ রিয়াজ আহমেদ।সইদের স্কুল শিক্ষক বলেছিলেন, সইদ বিগ জিরো, তার কিস্যু হওয়ার নয়। টুয়েলভে গণিতে ফেলও করেন। সইদের বাবাকে মাষ্টারমশাই জানান, তার ছেলে জীবনে কিছুই করতে পারবে না।তবে ছেলের ওপর ভরসা ছিল বাবার।
তিনি তাই উত্তরও দিয়েছিলেন, ছেলে অবশ্যই বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে। দশজনের একজন হবেই সে। কোনো পরীক্ষার নম্বরের ওপর কি নির্ভর করে সে জীবনে কিছু করতে পারবে কি না! সত্যিই হলও তাই। বাবার আস্থার মান রাখল ছেলে।
আরও পড়ুনঃ অনলাইন ক্লাসে বিরক্ত, প্রধানমন্ত্রীকে অভিযোগ ৬ বছরের কাশ্মীরি শিশুকন্যার
সইদ রিয়াজ আহমদ, বাড়ি মহারাষ্ট্রের নাসিকে। পুনে ইউনিভার্সিটি থেকে এমএসসি (MSC) পাস করেন। তারপরেই ঠিক করেন আইএএস হবেন। সাল ২০১৪ ইউপিএসসি’র প্রস্তুতি শুরু করলেন তিনি। প্রথম দু’বছর প্রিলিমিনারি পাশ করতে পারেননি সইদ। ২০১৬ তে প্রিলিমিনারি ও মেনসে পাস করলেও সিলেক্ট হতে পারলেন না। ২০১৭-তে আসে সাফল্য। এরপর পরের বছর ইউপিএসসি (UPSC) হার্ডল কোয়ালিফাই করেন।
সইদ জানিয়েছেন, আইএএস -এর এই লড়াই মোটেই সহজ ছিল না তার জন্য। অনেকবার তো এমনও মনে হয়েছে এই শেষবার। তিনি জানিয়েছেন, নিজে ভেঙে পড়লেও তার বাবা সবসময় ছিলেন তার পাশে। লড়াইয়ে অটুট থাকার উদ্যম যোগিয়েছে তার বাবাই। এইভাবে সাফল্য অর্জন করেন তিনি।
আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আয় কমেছে ৯৭ শতাংশ পরিবারের, চাকরি হারিয়েছেন ১ কোটিরও বেশি, সিএমআইই সমীক্ষা
সইদ রিয়াজ বলেন, ইউপিএসসি’র জার্নি তার জীবনের আসল মূল্যবোধ শিখিয়েছে। তিনি আরও বলেন, যেকোনো পরীক্ষার সময়ই অধিক সময় পড়াশোনা আর সেটা মনে রাখতে না পারা, এই বিষয়ে সচেতন হওয়া উচিত প্রত্যেক ছাত্রেরই। ইউপিএসসি’র জন্য পাঠ্য বইয়ের রিভিশন অত্যন্ত জরুরি, জানান সইদ। হাল ছাড়া চলবে না, কঠোর পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584