সুদীপ পাল,বর্ধমানঃ
বেহুলা এবং লখিন্দর গ্রাম বাংলার একটি সত্ত্বার নাম।হিন্দু শাস্ত্রের বিবাহের সমস্ত রীতি ও আচার মেনেই মঙ্গলকোটে জালপাড়া গ্রামে একটি গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয় বেহুলার। প্রতীকী এই বিয়ের অনুষ্ঠানে একেবারে আসল বিয়ের মতনই মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে অন্য রীতি নীতিগুলি খুঁটিয়ে পালন করা হয়।যেখানে এই প্রতীকী বিয়ের অনুষ্ঠান হয় তার ঠিক পাশেই রয়েছে মনসা মন্দির।বিয়ের প্রতীকী অনুষ্ঠানের একই সাথেই প্রায় মনসা পুজোও শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেল, কিভাবে এবং কখন এই অনুষ্ঠান,এই গ্রামে শুরু হয়েছে কবে ?সে সম্পর্কে তাঁরা কেউই সম্যকভাবে জ্ঞাত নন।তবে উজানিনগরে সাঁই সদাগরের কন্যা বেহুলা এবং চম্পাই নগরের চাঁদ সদাগরের পুত্র লখিন্দর যেন তাঁদের ঘরের মানুষ।তাই বিয়ের অনুষ্ঠানকে ঘিরেও উৎসাহের অন্ত নেই।তবে মনে করা হয় ১১৮০ বঙ্গাব্দে গ্রামে এই বিয়ের অনুষ্ঠানের শুরু হয়েছিল।তারপর থেকেই নিরবিচ্ছিন্নভাবে এই অনুষ্ঠান হয়ে আসছে।গ্রামের বয়স্করা বলেন, এই উৎসব দেখতে নিজেদের গ্রামের আত্মীয়রা ছাড়াও আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এখানে আসেন।
আরও পড়ুনঃ সবলা মেলায় নৃত্য পরিবেশনায় ভুটানের শিল্পী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584