বিহার:পাটনা, নিজস্ব প্রতিবেদক:- ৮ ও ৯জুলাই’১৭-” অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েসন”- এর বিশেষ শিক্ষামূলক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বিহারের পাটনায় । চার রাজ্য -পশ্চিম বঙ্গ, বিহার, আসাম ও ঝাড়খন্ড্ থেকে প্রায় একশত প্রতিনিধি এই শিক্ষামুলক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথি ও প্রশিক্ষকদের মধ্যে উপস্হিত ছিলেন AIITA -র সর্বভারতীয় সভাপতি প্রফেসর আনোয়ার খান , সম্পাদক আহমদ সিদ্দিকি , সহ সভাপতি ইয়াকিনুদ্দিন , প্রফেসর আইনুল বারি ও আরো অনেকে। শিক্ষার গুণগত মানের উন্নয়নের পাশাপাশি মূল্যবোধ সম্পন্ন শিক্ষার উন্নয়ন কিভাবে করা যায়- তারই বিভিন্ন পদ্ধতি ও কৌশল তুলে ধরেন বিশিষ্ট প্রশিক্ষকগণ। মুল্যবোধসম্পন্ন শিক্ষার অভাবে বস্তুবাদী শিক্ষার ভয়ঙ্কর কুফল সমাজের বিভিন্ন স্তরের মানুষকে চরিত্রভ্রষ্ট করে দিচ্ছে এবং সমাজ ও রাষ্ট্র আজ ধ্বংসের কিনারায় উপস্থিত। সভার অন্যতম আলোচক মিঃ ওয়াসিম আহমেদ, দৈনিক উর্দু পত্রিকা “ কওমে তানজীম’, এর সম্পাদক তাঁর বক্তব্যে বলেন যে দেশের শান্তি ও সংহতি রক্ষায় শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
পশ্চিম বাংলা থেকে প্রতিনিধিদের মধ্যে রাজ্য সম্পাদক এম. এস. জামান, রাজ্য সভাপতি এম .হক , রাজ্য এ্যাডভাইজার কাউন্সিলের সদস্য তথা মুর্শিদাবাদ জেলা সম্পাদক জানে আলম ও মফিজুর রহমান সহ বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিদল তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584