করোনা রুখতে দোকানের সামনে লক্ষণ গন্ডী প্রশাসনের

0
53

পিয়ালী দাস, বীরভূমঃ

ক্রেতারা যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পায় এবং করোনা সংক্রমণ ছড়িয়ে না পরে সেই দিকে কড়া নজর দিলো বীরভূম জেলা পুলিশ। এবার করোনা সংক্রমণ রুখতে সরকারি নির্দেশে যেসব দোকানপাট খোলা থাকবে সেই সব দোকানের সামনে গোল করে সাদা রং দিয়ে জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে বীরভূম পুলিশের পক্ষ থেকে। যাতে দোকানে আসা ক্রেতাদের মধ্যে দূরত্ব বজায় রেখে জিনিস কিনতে পারেন।

laxman circle |newsfront.co
সিউড়ি। নিজস্ব চিত্র

এছাড়া দোকানদারকেও পুলিশের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে যেন কোনো প্রকারেই দোকানের ভেতরে একসঙ্গে অনেক ক্রেতার সমাগম না হয়। বীরভূম জেলা পুলিশের তরফে নোটিশ জারি করে ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যদি কোথাও কোন প্রকার নির্দেশ অমান্যের ছবি নজরে আসে তবে জরিমানার পাশাপাশি জুটবে জেলযাত্রা।

government rules |newsfront.co
তারাপীঠ। নিজস্ব চিত্

আজ সকালেই থেকে সাদা চুন দিয়ে গোল দাগ কেটে ক্রেতাদের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেয় পুলিশ। এ বিষয়ক সাঁইথিয়া, শান্তিনিকেতন, কির্নাহার, সিউড়ি, তারাপীঠ সহ বীরভূমের বিভিন্ন এলাকায় একই ছবি নজরে আসে।

আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে মুখ্যমন্ত্রীর তহবিলে আর্থিক দান, রায়গঞ্জের বিধায়কের

follow |newsfront.co
সাঁইথিয়া। নিজস্ব চিত্র

বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদার বসু জানিয়েছেন, সংক্রমণ রুখতে এবং মানুষের জীবন সুরক্ষিত রাখতে সমস্ত রকমের কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here