নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ঐতিহাসিক সৌধ তাজমহলের ২২টি দরজা কেন বন্ধ? খুলে দেওয়া হোক ঐ দরজাগুলি, সত্য উদ্ঘাটিত হোক সকলের সামনে। তৈরি করা হোক একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, এই মর্মে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপির অযোধ্যা ইউনিটের মিডিয়া ইনচার্জ রজনীশ সিং। আর এর জেরেই রীতিমত আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল তাঁকে। পাশাপাশি মামলাটি খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ।
এদিন বিচারপতি ডিকে উপাধ্যায় ও বিচারপতি সুভাষ বিদ্যার্থী-র বেঞ্চ সাফ জানিয়ে দেয় এভাবে যেন জনস্বার্থ মামলাকে প্রহসনে পরিণত করার চেষ্টা না করেন তিনি। এদিন আদালত বলে, “ আপনি প্রথমে এমএ পাশ করুন তারপরে পিএইচডি করুন। গবেষণার জন্য এই ধরণের বিষয় বেছে নিন। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে এই বিষয়ে গবেষণার অনুমতি না দেয় তখন আদালতের কাছে আসতে পারেন।“ আবেদনকারী বলেন, “ দয়া করে আমাকে ঐ বন্ধ থাকা ঘরগুলি দেখার অনুমতি দিন।“ আদালত বলে,” আপনি কাল আসবেন আর দাবি করবেন বিচারকদের চেম্বারগুলিতে আপনাকে যেতে দেওয়া হোক!”
আরও পড়ুনঃ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রদ্রোহিতা আইনের প্রয়োগ স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
পরিশেষে আদালত বলে,” এই বিষয়ে আপনার সঙ্গে তর্ক হতেই পারে তবে তা ড্রইং রুমে, আদালত কক্ষে নয়। এইভাবে জনস্বার্থ মামলাকে প্রহসনে পরিণত করবেন না।“ মামলাকারীকে এই ভাবে ভর্ৎসনার পরে মামলাটি খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। আবেদনকারী জানিয়েছেন এই মামলা নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584