নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিশ্ব হেরিটেজ সপ্তাহে সিটি অফ জয় কলকাতাকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ শো নিয়ে এলেন অরুণ তলওয়ার। অরুণ তলওয়ার একজন নবীন চিন্তাবিদ ছাড়াও একজন বিশিষ্ট অভিনেতা। বিগত ২২ বছর ধরে বিজ্ঞাপন জগতে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রিপ ডাউন মেমোরি লেন শো ‘তলওয়ার টকস’ নিয়ে এসেছেন তিনি। এটি কলকাতার ইয়েলো ক্যাব, ডালহৌসি অফিস পাড়া, ম্যাজেস্টিক ময়দান এবং রাজবাড়ির গল্পের মতো কলকাতা শহরের টুকরো, টুকরো ছবি তুলে ধরে। এর লক্ষ্য ঔপনিবেশিক যুগ এবং নবাব ওয়াজিদ আলি শাহের সময় ছুঁয়ে কলকাতা থেকে ক্যালকাটার যাত্রা দেখানো।
আরও পড়ুনঃ ‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’ শুরু হচ্ছে
সম্প্রতি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সপ্তাহ’ উপলক্ষে আসন্ন কয়েকটি পর্বের ঘোষণা করলেন অরুণ, যেখানে বাংলার সংগীত, হাতে টানা রিকশা, দ্য ইন্ডিয়ান ম্যারেজ ব্যান্ড, ঘুড়ির গল্প এবং ফুটবল আর তাকে নিয়ে মানুষের উন্মাদনার কথা ধরা থাকবে।
আরও পড়ুনঃ আগামী বছরই বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, জানা গেল সোশ্যালে
অরুণ তলওয়ার বলেন- “আমি নিজেকে সবসময়ই বাঙালি শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র এবং অবশ্যই খাবারের এক উৎসাহী প্রেমিক বলে মনে করি। আমি হিন্দি ভাষা বেছে নিয়েছি কারণ এটি সারা দেশে যাতে সবার কাছে বোধগম্য হয়।”
অরুণ আরও বলেন- “বারাণসী, জয়পুর ও অমৃতসরের মতো ঐতিহ্যবাহী শহরগুলি অন্বেষণের পাশাপাশি ভবিষ্যতে কলকাতা সহ পুরো বাংলাকে উপস্থাপন করারও আমার পরিকল্পনা রয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584