পশ্চিমবঙ্গে মুক্তির পথে তামিল ছবির হিন্দি ভার্সন

0
262

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সিনেমা হল খোলার নির্দেশিকা পেলেও হলমুখী হতে ভয় পেয়েছে সিনেপ্রেমী দর্শক। ফলে, হল ব্যবসা এক কথায় মুখ থুবড়ে পড়েছে। হলে আগত দর্শকের সংখ্যা নিতান্তই কম হওয়ায় ফের হল বন্ধের পথে হাঁটেন হল মালিকরা। তবে, আবার হল খুলছে এমনই খবর।

tamil movie | newsfront.co

হল মালিকদের এবং হলের সঙ্গে জড়িতদের জন্য এ এক সুখবর তা বলাই বাহুল্য। তবে, দর্শক সংখ্যা বাড়বে কি বাড়বে না সেই অনিশ্চয়তায় বড় বাজেটের ছবি রিলিজ করতেও অনড় প্রযোজকবাবুরা। তবে, খানিকটা ঝুঁকি নিতে দেখা গেল তামিল পরিচালক লোকেশ কানাগারাকজকে। তামিল ছবি ‘বিজয় দ্য মাস্টার’কে এবার বিশ্বের দরবারে নিয়ে আসা হচ্ছে হিন্দি ভাষায়। তলাপাতি বিজয় এবং বিজয় সেতুপতি আছে এই ছবিতে দুই মুখ্য চরিত্রে। সঙ্গীত পরিচালনায় অনিরুদ্ধ রবিচন্দ্র।

আরও পড়ুনঃ ‘ফেলনা’ আসছে

১৪ ই জানয়ারি ‘এস এস আর সিনেমার’ ডিস্ট্রিবিউশনে শতদীপ সাহার হাত ধরে পশ্চিমবঙ্গে রিলিজ হতে চলেছে এই ছবি। ছবি নিয়ে আশাবাদী শতদীপ সাহা জানান- “এই বিপদের দিনে এমন বড় বাজেটের ছবি হল মুখী করবে মানুষকে। হলের ব্যবসা ফেরাবে এই ছবি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here