অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
কিছুদিন আগেই জানানো হয়েছিল, চেন্নাই টেস্টে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। কিন্তু শনিবার কেন্দ্রীয় সরকার নতুন করে নির্দেশিকা জারি করায় ফের ভাবনাচিন্তা শুরু করেছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। অন্তত ৫০ শতাংশ দর্শক স্টেডিয়ামে আনার চেষ্টা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আউটডোর গেমসের ক্ষেত্রে মাঠে ১০০ শতাংশ দর্শকের প্রবেশে কোনও বাধা নেই। প্রথম টেস্ট শুরু হতে মাত্র চারদিন বাকি। ফলে প্রথম টেস্টে দর্শকদের আসার কোনও সম্ভাবনাই নেই। তবে তামিলনাড়ু রাজ্য সংস্থা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দ্বিতীয় টেস্টে যাতে স্টেডিয়াম অর্ধেক ভরানো যায়, তার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ বিরাটকে আউট করার রাস্তা খুঁজে পাচ্ছেন না মইন
টিকিট বিক্রি এবং বাকি বিষয়গুলি নিয়ে আগামী দু’দিনের মধ্যেই হয়তো কোনও ঘোষণা করা হবে। যদি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে প্রবেশ এবং প্রস্থানের গেটে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। বেশি মাত্রায় লোক যাতে না ঢুকে পড়েন তার চেষ্টা করা হবে।
আরও পড়ুনঃ শেষ হল আইএফএ’র ‘সি’ লাইসেন্স প্রদান পর্ব
তবে দর্শক-বান্ধব হওয়ায় চিপক নিয়ে কোনও সমস্যা হবে না বলেই মত কর্তৃপক্ষের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট চেন্নাইতে পরের দুটি আহমেদাবাদে মোতেরাতে আগে থেকেই অস্ট্রেলিয়ার কায়দায় দর্শক ঢোকানোর চিন্তা ছিল বিসিসিআইয়ের এবার চিপকও সেই খাতায় যোগ হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584