পিনকন মামলায় মৌসুমি রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সহ আর্থিক জরিমানার নির্দেশ তমলুক আদালতের

0
165

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত ৩ অক্টোবর পিনকন মামলায় বে – আইনি অর্থলগ্নী সংস্থা পিনকন মামলার কর্ণধার মনোরঞ্জন রায় সহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের বিচারক। তবে তার আগেই গা ঢাকা দিয়েছিলেন মনোরঞ্জন রায়-এর স্ত্রী মৌসুমি রায়। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের তালিকায় ছিল তারও নাম।

mousumi roy | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রামপুরহাটে বিজেপির আদি – নব্য দুই গোষ্ঠীর লড়াইয়ে ভেস্তে গেল দলের সাংগঠনিক বৈঠক

চাপে পড়ে অবশেষে ১৭ই নভেম্বর তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক থার্ড কোর্ট সঞ্জীব দে’র এজলাসে এসে আত্মসমর্পণ করেন মৌসুমি রায়। তবে আদালতে এসে বিচারকের কাছে তিনি দাবি করেন, করোনা পজিটিভ রয়েছে তার। তাকে ক্ষমা প্রদর্শন করতে আবেদন করেন মৌসুমি রায়। এর সমর্থনে একটি করোনা পজিটিভ রিপোর্ট আদালতে জমা করেন তিনি। আজ করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আদালতে ফের তাকে হাজির করানো হয়। মৌসুমী রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ টাকা ছিনতাইয়ের অভিযোগে গণধোলাই মাথাভাঙ্গায়, গুরুতর জখম ১ ব্যক্তি

প্রসঙ্গত, পিনকন অর্থলগ্নী সংস্থায় টাকা ফেরৎ না পেয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানায় ২০১৭ সালে একটি মামলা রুজু হয়। সেই মামলার সূত্র ধরেই ওই বছরের নভেম্বর মাসে রাজস্থান থেকে পিনকনের অন্যতম ডিরেক্টর মনোরঞ্জন রায় সহ কয়েকজনকে গ্রেফতার করে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স বা ডিইও-এর আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here