সংক্রমণ রুখতে পুরসভার উদ্যোগে অভিনব সচেতন বার্তা তমলুকে

0
38

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বিশ্বের সাথে সাথে ভারতেও ইতিমধ্যেই থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস।যার জেরে ভারতের প্রতিটি রাজ্যে কম বেশি করে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই সাথে করোনা আক্রান্তে মৃত্যুও হয়েছে অনেকের। দেশের অন্যান্য রাজ্যের সাথে করোনা মোকাবিলায় যথেষ্ট তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রীও।

Awareness | newsfront.co
অভিনব সচেতন বার্তা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অসতর্কতার জেরে এগরা এখন ‘হটস্পট’

তাই এই লকডাউনের মধ্যেও রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক কর্মসূচি পালন করেন তিনি। এমনকি জেলাবাসীকে সচেতন করতে নানা মাধ্যমকে তুলে ধরছেন পুরসভা থেকে জেলা প্রশাসন।এতদিন পুরসভা ও প্রশাসনকে দেখা গেছে কখনও মাইকিং বা কখনও গান। আবার কখনও লিফলেট বিলির মাধ্যমে বাসিন্দাদের সচেতন করতে।

তবে এবার শুরু হল পুরসভার এক নতুন পন্থা। মুখে বারংবার বলা সত্বেও অনেক মানুষ এই নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করে অকারণে রাস্তায় বের হচ্ছে অনেকে। তাই এবার লকডাউনের সেই বার্তাকেই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুললেন শিল্পীরা। তাই এদিন করোনা ভাইরাসের মোকাবিলায় সচেতনতার বার্তা দিয়ে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তায় ছবি আঁকলেন চিত্র শিল্পীরা।

মূলত ভাইরাস সম্বন্ধে এলাকাকে সচেতন এবং বাসিন্দাদের সুস্থ রাখার জন্যই এই পদক্ষেপ গ্রহন করেছে পুরসভা। আর রাস্তার সেই চিত্রতে গোটা অক্ষরে লেখা রয়েছে ‘সকলে বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন, সবাইকে সুস্থ রাখুন’।

এদিন তমলুক পুরসভার উদ্যোগে, করোনা সচেতনতা মূলক কর্মসূচি হিসেবে রবিবার রাতে রাস্তা জুড়ে এই চিত্র ফুটিয়ে তোলে শিল্পীরা।পাশাপাশি তমলুক পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ব্যক্তিবর্গরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here