মোহনা বিশ্বাস, হুগলীঃ
বাজারে সব্জির দাম আকাশ ছোঁয়া। আর এই অগ্নিমূল্য বাজার দর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে টাস্ক ফোর্স অভিযান চালানো হচ্ছে। বাজারে কাঁচা সব্জি থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার দাম আকাশছোঁয়া। কিন্তু এত দাম বৃদ্ধির কারণ কী? তা খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার সকালে হুগলী জেলার শেওড়াফুলির বাজারে হানা দেয় চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা। এসিপি (হেড কোয়ার্টার) গোলাম সারওয়ারের নেতৃত্বে বাজারে যায় চন্দননগর পুলিশ।
শেওড়াফুলির বাজারে কত পরিমান আলু, পেঁয়াজ মজুত আছে এবং সেগুলি কত দামে কিনে কত দামে বিক্রি করা হচ্ছে তা খতিয়ে দেখেন। বেশকিছু ব্যবসায়ীদের কাগজপত্রও খতিয়ে দেখেন পুলিশের কর্তাব্যক্তিরা। চড়া মুনাফায় ব্যবসায়ীরা যেন সব্জি বিক্রি না করে, এদিন সব্জি ব্যবসায়ীদের এমনই সতর্কবার্তা দেয় তারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584