দীর্ঘ আটমাস পর চালু হল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস,খুশি ঝাড়গ্রামবাসী

0
118

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

পুজোর আগে টাটানগর -হাওড়া স্টিল এক্সপ্রেস আজ থেকে শুরু হওয়ায় খুশি ঝাড়গ্রামের রেল যাত্রীরা । করোনা পরিস্থিতির জন্য প্রায় আট মাস যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল । লকডাউন উঠে যাওয়ার পর ধীরে ধীরে যাত্রীবাহী বাস , ট্রেকার চলাচল শুরু হয়েছে অনেক আগেই ।

train | newsfront.co
যাত্রাশুরু ৷ নিজস্ব চিত্র

কিন্তু এবার পুজোর আগেই টাটানগর -হাওড়া স্টিল এক্সপ্রেস যা ঝাড়গ্রামের বাসিন্দাদের কলকাতা যাওয়ার সহজ ট্রেন তা চালু হওয়ায় খুশি ঝাড়গ্রামের রেল যাত্রীরা ।স্টিল এক্সপ্রেস ঝাড়গ্রামে পৌঁছানোর সময় সকাল ৭.৩৩ মিনিট । কিন্তু এদিন ট্রেনটি ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছায় ৮.২০ মিনিটে ।

police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পুজোর টাকা দিয়ে বোমা মজুত করবে ক্লাবগুলিঃ লকেট

এদিন স্টিল এক্সপ্রেসে করে ঝাড়গ্রাম থেকে হাওড়া যাওয়া এক ঝাড়গ্রামের রেলযাত্রী সেখ কৌশর আলি বলেন , “খুব ভালো লাগছে , ব্যবসার কাজে প্রায় প্রতিদিনই ঝাড়গ্রাম থেকে হাওড়া যেতে হয় । প্রায় ৮ মাস পরে আজ ট্রেনে যাচ্ছি । “করোনা পরিস্থিতির মধ্যে রেলের স্যানিটাইজেশন ও স্বাস্থ্য বিধি নিয়ে একটু অবহেলা প্রকাশ করে কৌশর বলেন , “কেবলমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গন্ডিকাটা রয়েছে কিন্তু স্যানিটাইজেশন এবং থার্মাল স্ক্রীনিং এর কোন ব্যবস্থা দেখা গেলনা তাই সাধারণভাবে যাতায়াতে একটু ভয় করছে ।”

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা তৃণমূলের

ঝাড়গ্রাম স্টেশনের স্টেশন মাস্টার হীরালাল মূর্মুবলেন, “রিজার্ভেশন ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবে না ৷ এদিন ঝাড়গ্রাম স্টেশনে ১০ জন প্যাসেঞ্জার নেমেছে এবং ৮ জন প্যাসেঞ্জার উঠেছে, ফলস্বরূপ সামাজিক দূরত্ব যথেষ্ট বজায় রয়েছে ৷

প্লাটফর্মে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট গণ্ডি কাটা রয়েছে । রেলের পক্ষ থেকে প্রতিনিয়ত ঝাড়গ্রাম স্টেশন স্যানিটাইজেশন করা হবে এবং জিআরপিএফ ও আরপিএফ এর কাছে থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here