তবে কি দল ছাড়ছেন তথাগত? টুইট ঘিরে গুঞ্জন বঙ্গ রাজনীতিতে

0
120

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ধৈর্য হারিয়ে কি বঙ্গ বিজেপি থেকে বিদায় নিচ্ছেন তথাগত রায়? শনিবার সকালে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের করা একটি টুইট ঘিরে গেরুয়া শিবিরে শুরু হয়েছে গুঞ্জন। তথাগত লিখেছেন, ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’

Tathagata Roy

২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ধরাশায়ী হওয়ার পর থেকেই, বিজেপির রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে টুইটারে একের পর এক তোপ দেগেছেন তিনি। বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক-সহ বাংলার বিভিন্ন নেতা এবং তাঁদের কাজকর্মের তীব্র সমালোচনা করেছেন তথাগত।

এমনকি বিজেপি-র তারকা প্রার্থীদের একাংশকে ‘নগরীর নটী’ বলেও উল্লেখ করেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। মূলত ‘কেডিএসএ’ অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিব প্রকাশ এবং অরবিন্দ মেনন-ই ছিলেন তথাগতর নিশানায়। অভিনেত্রীদের প্রার্থী করা নিয়ে এদেরই দায়ী করেন তথাগত বাবু। এমনকি ভোডাফোনের ম্যাস্কট চিকার সাথেও কৈলাসকে তুলনা করে টুইট করেন তিনি।

আরও পড়ুনঃ BSF-এর সীমা বৃদ্ধির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ ইস্যুতে ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল দ্বৈরথ

অতঃপর শনিবারের টুইটঃ তাতে তথাগত লিখেছেন, ‘‘কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’’ স্বাভাবিকভাবেই এই টুইট ঘিরে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here