শ্যামল রায়,বর্ধমানঃ
কালনা এক নম্বর ব্লকের মেদগাছি কাঁকুড়িয়া গ্রামে নির্বাচনী সভা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই নির্বাচনী সভায় রাজ্যের অন্যতম মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ অভিযোগ করেন যে হিন্দু জিগির তুলে বিজেপি ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে। আসলে ওরা কোন ইস্যু না পেয়ে এসব কর্মকাণ্ড করে শান্ত বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত শুরু করেছে। যা কিনা বাংলার শান্তিপ্রিয় মানুষ কোনভাবেই মেনে নেবে না। যেখানে বাংলার সংস্কৃতি মানুষ মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে। সেখানে এই ধরনের বিভেদের চিন্তাভাবনা মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন।
শুক্রবার পূর্বস্থলী দক্ষিন বিধানসভা অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে একথা তিনি বলেন। কাঁকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের মেদগাছি গ্রামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা ছিল এদিন। এই জনসভায় ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি চঞ্চল সিংহ রায় পর্যবেক্ষক রাজকুমার পান্ডে।
নির্বাচনী জনসভা শেষে স্থানীয় প্রার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেন তিনি।
এছাড়াও এদিন নান্দাই গ্রাম পঞ্চায়েত এলাকার খাঁপুর গ্রামে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন আরতি খান ও শ্রাবণী পাল।
উপস্থিত বক্তারা বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুপ্রেরণায় যে উন্নয়নমুখী কাজ চলছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা যেভাবে মানুষ পেয়েছেন তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যথেষ্ট ভোটের ব্যবধানে বিরোধীদের পরাজিত করবে আশা রাখেন।
এককথায় উন্নয়নে নিরিখেই প্রার্থীরা ভোটের জিতবেন এটা নিশ্চিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584