আবারও ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি সংগঠন

0
40

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শহরে ফের ট্যাক্সি ধর্মঘটের ডাক। আগামী ৭ সেপ্টেম্বর ২৪ ঘন্টার এই ধর্মঘট ডাকল এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন। এ বিষয়ে তারা জানিয়েছে, করোনা আবহে যাত্রী সংখ্যা কম। তাই ভাড়া বৃদ্ধির দাবিতেই এই ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন।

Taxi | newsfront.co
ফাইল চিত্র

তারা আরও জানিয়েছে যে, এর আগে সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দেওয়া হলেও দু’মাস কেটে গিয়েছে তাদের এখনও কিছু জানানো হয়নি। ফলে বাধ্য হয়েই ধর্মঘটের পথ বেছে নিতে হচ্ছে।

আরও পড়ুনঃ বাইপাসে গতি বাড়াতে শহরে ৫০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন ফ্লাইওভার

পাশাপাশি ওই দিনই দুপুর ১২ টা থেকে ৩ টের মধ্যে পরিবহন ভবনে ডেপুটেশনও জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে ট্যাক্সি সংগঠনের তরফ থেকে। তারা বলেন, সেখানে দাবি করা হবে, প্রথম দু’কিলোমিটারের জন্য ৩০ টাকার পরিবর্তে তা বাড়িয়ে করা হোক ৫০ টাকা। এবং এরপর প্রতি কিলোমিটারে ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here