শিক্ষামূলক ভ্রমণে দূর্ঘটনায় মৃত শিক্ষক আহত অনেক পড়ুয়া, শোকস্তব্ধ শিক্ষামহল

0
90

বদরুল আলম, বাঁকুড়া:-

গতকাল রাত্রী থেকেই পড়ুয়াদের মুখে হাসি । আর হাসি হবে নাই বা কেন । স্যারেদের সঙ্গে যাচ্ছে বেড়াতে । কিন্তু সেই হাসি আজ ভোরেই ম্লান হয়ে গেল পড়ুয়াদের । তাদের আর্তনাদে আকাশে বাতাসে বইতে লাগল বিষাদের সুর ।এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল এলাকার বাসিন্দারা । জানা গেছে , পূর্ব মেদিনীপুরের একটি স্কুল থেকে ছাত্রছাত্রী দের শিক্ষামূলক ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বাঁকুড়ার মুকুটমনিপুর । যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল পড়ুয়া বোঝাই বাসটি ।

দূর্ঘটনাগ্ৰস্ত বাস

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , পাথর বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালক সহ এক শিক্ষকের । আহত হয় অনেকেই । আহত দের প্রথমে বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয় । এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় । চিকিৎসার জন্য তাদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে , বাঁকুড়ার বিষ্ণপুরের ( মড়ার – ১ নং ক্যাম্প সংলগ্ন ) চাঁপাখালের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দেয় পড়ুয়া বোঝাই বাসটি । আজ ভোরে ৬০ নং নম্বর জাতীয় সড়ক ধরে বাসটি যাওয়ার সময় হঠাৎ উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝায় লরির সঙ্গে মুখোমখি ধাক্কা লাগে । দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালকের এবং এক শিক্ষকের ।

দুর্ঘটনায় আহত ছাত্রছাত্রী ও শিক্ষকদের উদ্ধার কার্যে নামে স্থানীয় মানুষজন । তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান । এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক ।ঘটনায় শিক্ষামহলে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here