নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনার সংক্রমণের কারণে আগামী জুলাই মাসেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধায়ের নির্দেশে শিক্ষকদের একাংশ ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে পড়িয়ে আসার কাজ শুরু করলেও শরীরচর্চার বিষয়টি হচ্ছে না। এবার ছাত্রছাত্রীদের শরীরচর্চার ওপর জোর দিলেন শিক্ষকরা।
তৃণমুল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সদস্যদের উদ্যোগে সামাজিক দূরত্ব মেনেই বুধবার প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হল।
প্রশিক্ষণ কর্মসূচিটি হল রায়গঞ্জ উত্তর চক্রের অন্তর্গত লক্ষণীয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফুটবল মাঠে। শিশুদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দিতে মোট ৮৭ টি স্কুল বাছাই করা ৪০ জন ছাত্রছাত্রী এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিল।
আরও পড়ুনঃ দুধের শিশুকে অন্নপ্রাশন দিলেন নার্স, স্বাস্থ্য কর্মীরাই
ক্রীড়া বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বল, স্কিপিং দড়ি, খাতা, কলম তুলে দেওয়া হয় পড়ুয়াদের। গতবছরের ক্রীড়ানুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ডেকে থার্মাল স্ক্রিনিং করার প্রশিক্ষণও চলে।
উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত, বিদ্যালয় পরিদর্শক কল্যানি ওঁরাও, তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চৌহান সহ শিক্ষা দফতরের আধিকারিক ও সংগঠনের সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584