শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ
ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে আজকে স্কুলের গেটে তালা লাগিয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন শুরু করে চন্ডীপুরের গোপিনাথ হাই স্কুলের ছাত্রদের একাংশ। তার জেরে স্কুলে ঢুকতে পারেননি কোনো শিক্ষক। পরে স্কুলের প্রধান শিক্ষকের তরফে স্কুল পরিদর্শককে জানানো হয়, দুপুর ১’৩০ নাগাদ স্কুলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনি। ছাত্রদের সেখান থেকে সরিয়ে শিক্ষকদের স্কুলের ভেতরে ঢুকিয়ে দিলেও কোনো ছাত্র ছাত্রী স্কুলে না আসায় স্কুল বন্ধ করে চলে যান শিক্ষকরা। ছাত্র আন্দোলনের পাশাপাশি স্কুল চত্বরে বিজেপী কর্মীরাও ছিলেন।
অন্যদিকে বিজেপী কর্মীদের বাধায় কোলাঘাটের দেড়িয়াচক স্কুলেই ঢুকতে পারলোনা ছাত্রছাত্রীরা। স্কুল শুরুর সময় গেটে বিজেপির ফ্ল্যাগ, বেঁধে ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার জেরে পঠন পাঠন হয়নি ওই স্কুলে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার আজকের বনধের পরিবেশটা ছিল অন্য রকম,প্রশাসন সূত্রে জানা গেছে গোটা জেলায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে,পূর্ব মেদিনীপুরে আটক করা হয় ৫ জন ।
আরও পড়ুনঃ বাজ পড়ায় আতঙ্কিত ছাত্রছাত্রী, ভর্তি করা হল হাসপাতালে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584