বদরুল আলম, হুগলী:
আজ হুগলী জেলার আরামবাগের নেতাজী মহাবিদ্যালয়ে মহা ধুমধামের সহিত পালিত হলো শিক্ষক দিবস । মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ছাত্র সংসদ এর পরিচালনায় কলেজ অডিটোরিয়ামে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ ডঃ অসীম কুমার দে সহ কলেজের সমস্ত অধ্যপক – অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ ।অধ্যক্ষ ডঃ অসীম কুমার দে প্রদীপ প্রজ্জলিত করে অনুষ্টানের সূচনা করে । এর পর অধ্যক্ষ সহ সকল অধ্যপক – অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা ডঃ রাধাকৃষ্ণান এর মূর্তিতে মাল্যদান করে । এরপর ছাত্র সংসদ এর সদস্যরা প্রথমে অধ্যক্ষ ডঃ অসীম কুমার দে কে পুষ্পস্তবক , ব্যাজ , উপহার দিয়ে বরণ করে নেয় ।
তারপর একে একে সকল অধ্যপক – অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের বরণ করে নেওয়া হয় ছাত্র সংসদ এর পক্ষ থেকে । এছাড়াও এই দিন নেতাজী মহাবিদ্যালয়ের সকল ডিপারমেন্টের উদ্যোগেও শিক্ষক দিবস পালন করা হয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584