নিজস্ব সংবাদদাতা,ঘাটালঃ
ঘাটাল মহকুমার সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা ১২ জানুয়ারি শনিবার শিক্ষামূলক ভ্রমনে আসে ঝাড়গ্রাম। রাজবাড়ি ডিয়ারপার্ক চিল্কিগড় দেখার ফাঁকেই সেরে ফেলে পরিবেশ রক্ষার সচেতনতা অভিযান। মিছিলে ড্রাম বাজিয়ে ক্ষুদেরা শ্লোগান দেয় ‘ থার্মোকলের থালা বাটি / দূষণ করে জল ও মাটি ‘ । তাদের সাথে তাল মিলিয়ে অভিভাবকরাও বলেছেন ‘ শালপাতার ব্যবহার / আমাদের অঙ্গীকার ‘ । পিকনিক করতে আসা অন্য মানুষজনের কাছে গিয়েও ছেলেমেয়েরা অনুরোধ করেছে থার্মোকলের ব্যবহার না করে শালপাতা ব্যবহার করতে। ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান ‘ আমরা পিকনিকে শালপাতা ব্যবহার করেছি। আমাদের ছেলেমেয়েরাও থার্মোকল প্লাস্টিক দূষণ নিয়ে সচেতন হচ্ছে। ওরা পাশাপাশি মানুষজনদের এই বিষয়ের উপর একটি হ্যাণ্ডবিলও দেয়। সবাইকে অনুভব করতে হবে ” তুমি আমি মিলেই দেশ / আমরা বাঁচাব পরিবেশ ”
আরও পড়ুন: বিস্মৃত এক আত্মবলিদান দিবস নীরবে অতিক্রান্ত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584