কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘সূর্পণখার আগমন’, টিজার লঞ্চে বহুরূপী শিল্পীরা

0
114

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

জাস্ট স্টুডিও প্রকাশ করল সুচন্দ্রা ভানিয়ার নির্দেশনায় প্রথম পৌরাণিক গাঁথা আধারিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সূর্পণখার আগমন’-এর টিজার।’স্পাইসেস এন্ড সসেস’ (আই.সি.সি.আর)-এ প্রকাশিত হল ছবির টিজার। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের বহুরূপী শিল্পীরা সহ নির্দেশক সুচন্দ্রা ভানিয়া, সুরকার সৌম্য রীত, চিত্রনাট্যকার চন্দ্রোদয় পাল।

tesure | newsfront.co

team of surponokhar agaman | newsfront.co

ছবিতে দেখা যায়, রামায়ণের চরিত্ররাই উঠে আসে বহুরূপীদের অভিনয়েও। রাম, লক্ষণ, সীতা, হনুমান এবং অবশ্যই সূর্পণখা। এই প্রথম কোনও চলচ্চিত্রের ট্রেলার প্রকাশিত হল বহুরূপী শিল্পীদের হাত ধরে। এই ছবি সাঁওতালি ও ইংরেজি দুটি ভাষায় তৈরি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাঁওতালি কুশীলবরা, আছেন ছৌ শিল্পীরাও।

actress | newsfront.co

acting | newsfront.co

লকডাউনের সময় এই সব লোকশিল্পীদের সহযোগিতা করাও ছিল এই ছবি নির্মাণের অন্যতম প্রধান কারণ।
ছবিটি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, সুচন্দ্রা ভানিয়া অভিনেত্রী থেকে এই প্রথম নির্দেশনায় এলেন। সূর্পণখার অপমানের প্রতিহিংসার প্রেক্ষাপটই এই ছবির মূল আধার।

birbhum artist |  newsfront.co

বহুরূপী শিল্পীদেরও লকডাউনে কোনও কাজ না থাকায় সুচন্দ্রার এন জি ও ‘প্রয়াস’- এর সাহায্যে তাদের সহযোগিতা করার উদ্দেশ্যেই এহেন উদ্যোগ।সুচন্দ্রা ভানিয়া, অভিনেত্রী- পরিচালিকা,বললেন– “এমন অভিনবভাবে টিজার প্রকাশ করতে পারব সেটা আগে ভাবিনি।

আরও পড়ুনঃ বড়পর্দায় বিনয়, বাদল, দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান

সূর্পণখার জীবনের চাওয়া, না পাওয়া, অপমান থেকেই যে গোটা রামায়ণের সূচনা সেই নিয়েই আমার পরিকল্পনা আর নির্দেশনায় ছবিটা তৈরি করেছি।লকডাউনে এই সমস্ত লোকশিল্পীদের ভীষণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।এই উদ্যোগ নিশ্চয়ই তাদের কিছুটা সহযোগিতা করবে।ছবিটা দেশ বিদেশের অনেক ফেস্টিভ্যালে যাচ্ছে। কান ফিল্ম ফেস্টিভ্যাল অবশ্যই তার মধ্যে অন্যতম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here