নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিএসএনএল অফিস প্রায় বাইশদিন ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে।কর্মীরা আসছে কিন্তু বাইরে বসেই তাদের প্রতিদিনের কাজ করতে হচ্ছে কিন্তু কারন কি ? কারণ শুনতেই উঠে আসলো, যে বাড়িতে অফিসটি রয়েছে সেই বাড়ির মালিক নাকি তালা মেরে দিয়েছে.২০১৩ সালে বিএসএনএল দফতর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিপত্র শেষ হয়ে গেলেও তারপর আর চুক্তিপত্র করেননি বলে অভিযোগ ও একই সাথে বাড়ি ভাড়ার টাকা দিতেও মাঝে মাঝে দেরি করতো দফতর কর্তৃপক্ষ।আর সেই কারণেই বাড়ির মালিক বলদেব সাহা তালা মেরে রেখেছেন।তার ফলে ল্যান্ড লাইন বন্ধ থাকলেও আর সব পরিষেবা ঠিকঠাকই রয়েছে বলে জানিয়েছেন দফতরের আধিকারিক সনাতন সাহা।বারবার উচ্চপদস্থ আধিকারিকদের জানালেও এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি আর তার ফলেই বাইরে বসে কাজ চলছে গঙ্গারাম পুর দূরাভাষ কেন্দ্রের ।বিএসএনএল পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।কবে এই সমস্যা মিটবে সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: গরু সহ তিন বাংলাদেশী পাচারকারী গ্রেফতার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584