কোচবিহারে অস্থায়ী শিক্ষা কর্মচারীদের অবস্থান বিক্ষোভ

0
82

মনিরুল হক, কোচবিহারঃ

কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের সরকারি স্বীকৃতি-সহ একগুচ্ছ দাবিতে বুধবার দুপুরে কোচবিহারের স্টেশন মোড় এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির কর্মচারীরা।

people | newsfront.co
অবস্থান বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

আন্দোলনকারীদের দাবি, কলেজে কর্মরত সমস্ত ক্যাজুয়াল কর্মচারীদের সরকারি স্বীকৃতি দিতে হবে ৷ অন্যান্য দফতরের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের মতো কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৷ নির্দিষ্ট বেতনক্রম চালু-সহ সরকারি আদেশনামা ৩৯৯৮এফ(পি২) এর অন্তর্ভুক্ত করতে হবে বলেও দাবি তোলা হয়েছে ৷ সংগঠনের তরফে জানানো হয়েছে, এই দাবি তাঁদের ন্যায্য দাবি , এটা তাঁদের অধিকার ৷

proptesting woman | newsfront.co
বিক্ষোভকারী ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে জন্মদিনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল স্মরণ

তাই গত ১৪ দিন ধরে এইসব দাবিতে কোচবিহার কলেজের সামনে অনশন কর্মসূচিতে বসেছেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা।তাঁরা জানান, দীর্ঘ ১৪ দিন ধরে ধর্নায় বসলেও স্বাস্থ্য দফতরের তরফে কোনও সাহায্যই মিলছে না। এক্ষেত্রে তাঁরা অসুস্থ হয়ে পড়লেও সরকারিভাবে সাহায্য পাচ্ছেন না বলে তাঁদের অভিযোগ। সেজন্য নিজেদের খরচে বাধ্য হয়ে তাঁদের চিকিৎসা চালাতে হচ্ছে।

আরও পড়ুনঃ নবমীর রাতে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, দশমীতে খুন বিজেপি কর্মী, উত্তপ্ত দিনহাটা

এইসব বিভিন্ন দাবিতে এদিন তাঁরা প্রথমে স্টেশন মোড় অবরোধ করে রাজপথে ধর্নায় বসেন। এরপর তাঁরা জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের সদস্য সংখ্যা জেলায় মোট ৯১ জন।
সংগঠনের তরফে মেহেবুব ইলাহি আলি জানিয়েছেন, অনশনে বসবেন বলে এর আগে স্বাস্থ্য আধিকারিকের কাছে তাঁরা লিখিতভাবে জানিয়েছে।

কিন্তু ১৪ দিন পার হয়ে গেলেও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তাঁদের এখনও দেখতে যাননি। এভাবে চলতে থাকায় তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে । দাবিপূরণ না হলে লাগাতার অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here