পাকিস্তানে ১১ খনি শ্রমিক হত্যায় দায় স্বীকার আইএসের

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অপহরণের পর গুলি করে ও গলা কেটে ১১জন খনিশ্রমিককে হত্যা করে সন্ত্রাসবাদীরা, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গতকাল সংখ্যালঘু শিয়া হাজারা গোষ্ঠীর ১১ খনিশ্রমিককে অপহরণ এবং তারপর গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএস ঘটনার দায় স্বীকার করেছে।

IS Terrorist attack | newsfront.co
মৃত শ্রমিকদের দেহ। ছবিঃ এএফপি

রবিবার সকালে ঘটনাটি ঘটে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বোলান জেলার ম্যাক এলাকায়। ওই শ্রমিকেরা স্থানীয় এক কয়লাখনির কাছে একটি আবাসিক কক্ষে থাকতেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন অপহৃত প্রত্যেককে গলা কেটে হত্যা করা হয়েছে। সবার হাত পিছমোড়া করে বাঁধা ছিল। বাঁধা হয়েছিল তাঁদের চোখও।

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ৩০ বছর কারাগারে কাটিয়ে ইসরায়েলে ফিরলেন গোয়েন্দা জনাথন পোলার্ড

এ ঘটনায় হোয়াটসঅ্যাপের কিছু গ্রুপে ছড়ানো এক ভিডিও চিত্রে দেখা যায়, ওই ঘরের বাইরে তিন শ্রমিকের লাশ পড়ে রয়েছে। আর ঘরের ভেতর অন্যদের রক্তে ভেসে যাচ্ছে।

হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান টুইটে করেন, নিরীহ ১১ খনিশ্রমিককে এভাবে মেরে ফেলা সন্ত্রাসবাদীদের আরেকটি কাপুরুষোচিত ও অমানবিক কাজ। খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ লাভ জিহাদ আইন বিরোধী ভিন্ন ধর্মাবলম্বী দম্পতিদের অনুষ্ঠান আটকাল দিল্লি পুলিশ

আইএস এর নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে। গত এপ্রিলে বেলুচিস্তানের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন প্রাণ হারান। তাঁদের মধ্যে অর্ধেক ছিলেন সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ। গতকালের ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কোয়েটার একটি রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হাজারা সম্প্রদায়ের মানুষেরা।

পাকিস্তান ও আফগানিস্তানে প্রায়শই আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলির হামলার শিকার হচ্ছেন হাজারা সম্প্রদায়ের মানুষ। ২০১৩ সালে কোয়েটার উপকণ্ঠে তিনটি বোমা হামলার ঘটনায় হাজারা সম্প্রদায়ের দুই শতাধিক মানুষ মারা গিয়েছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here