নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বাড়ানো হল টিচার্স এলিজিবিলিটি টেস্ট(TET)- এর বৈধতা, আর ৭ বছর নয় বরং আজীবন শংসাপত্রের বৈধতা থাকবে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, টেট উত্তীর্ণদের শংসাপত্রের বৈধতা ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করা হল। ২০১১ সাল থেকে যারা টেট উত্তীর্ণ হয়েছেন, তাদের শংসাপত্রের বৈধতা থাকবে সারাজীবন। আর যাদের উত্তীর্ণ হওয়ার পর ৭ বছর পেরিয়ে গিয়েছে, তাদের নতুন করে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন।
আরও পড়ুনঃ করোনার তৃতীয় ঢেউ হতে পারে আরও ভয়াবহ, স্থায়ী হতে পারে ৯৮ দিনঃ SBI রিপোর্ট
কেন্দ্রের এই ঘোষণার ফলে টেট উত্তীর্ণ হওয়ার সাত বছর পরেও যারা চাকরি পাননি, তাঁদের কাছে আসতে চলেছে নতুন সুযোগ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই পদক্ষেপে কর্মসংস্থানের ঘাটতি কিছুটা হলেও কমতে পারে । এছাড়া যাদের স্বপ্ন শিক্ষকতাকেই পেশা করবেন, তাদের জন্য এ এক আশার আলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584