নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
বাংলা কবিতায়, গানে, নৃত্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ করল ‘ঠাকুরপুকুর এস বি পার্ক সার্বজনীন’।
“প্রতি বছরই এহেন উদ্যোগ নিয়ে থাকে এই সংগঠন৷ তবে, এই বছর একটু বৃহৎ পরিসরে এই আয়োজনের চেষ্টা করা হয়েছে।”– জানালেন সংগঠনের প্রেসিডেন্ট সঞ্জয় মজুমদার। আয়োজন বৃহৎ আকারে হলেও অহেতুক মানুষের ভিড় দেখা যায়নি অনুষ্ঠান প্রাঙ্গণে।
হাজির ছিলেন চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, চিত্রকর বিমল কুণ্ডু, পার্থ দাশগুপ্ত সহ আরও বহু শিল্পী সহ বহু বিশিষ্টজন। মঞ্চস্থ হল কবিতা, আবৃত্তি, নাচ ও গান। বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, আমফান বিপর্যস্ত মানুষদের পাশে ত্রাণ হাতে দাঁড়ায় ‘ঠাকুরপুকুর এস বি পার্ক সার্বজনীন’। সংগঠনের এই যজ্ঞে সাধ্যমতো আর্থিক সাহায্য নিয়ে যারা পাশে দাঁড়ায় তাদেরকে এদিন সম্মানিত করে ‘ঠাকুরপুকুর এস বি পার্ক সার্বজনীন’।
আরও পড়ুনঃ হিলি সীমান্তে পালিত হল মাতৃভাষা দিবস
প্রেসিডেন্ট সঞ্জয় মজুমদারের কথায়, যাঁরা একসময় ত্রাণকার্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁদের সম্মানিত করতে পেরে ভাল লাগছে। আমার মতে, ভাল কাজের স্বীকৃতি পেলে কার না ভাল লাগে? তাতে আগামীতেও ভাল কাজ করার উৎসাহ পাওয়া যায় বলে আমার বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584