থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্ত পরীক্ষা শিবির

0
253

নিতু দেওয়ান, নবগ্রাম, মুর্শিদাবাদ:-

থ্যালাসেমিয়া হল একটি জিনগত রোগ।তাই আজ থ্যালাসেমিয়া রোগের সচেতনতা ও বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করল নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজ NSS ইউনিট।

চলছে শিবির

এই শিবিরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সাইফুল ইসলাম, কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা এবং ছাত্রছাত্রী সহ মোট ১৮৮ জন রক্ত পরীক্ষা করেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সদস্যরা ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে মূল্যবান তথ্য দিয়ে সচেতন করেন। থ্যালাসেমিয়া শিবির সম্পর্কে কলেজের NSS ইউনিটের PROGRAMME OFFICER অধ্যাপক অভিজিৎ ভট্টাচার্য্য বলেন–“থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের মাধ্যমে এই রোগটি সম্পর্কে সচেতনতার বিকাশ এই শিবিরের মূল উদ্দেশ্য।এই সচেতনতামূলক শিবির আয়োজন করার জন্য নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজ NSS ইউনিটের সদস্য ও ছাত্রছাত্রীদের জন্য আমি গর্বিত “।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here