নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সম্প্রতি জেলার মেদিনীপুর খড়গপুর এর আরপিএফ ব্যারাকে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। মেদিনীপুর আরপিএফ ব্যারাক থেকে আরপিএফ সহ ব্যারাকের রাঁধুনিকে স্বাস্থ্য দপ্তর কোয়ারেন্টাইন এ পাঠানোর পর পাঠানোর পর নড়েচড়ে বসেছে রেল প্রশাসন।
রবিবার মেদিনীপুর স্টেশনে এফসিআই এর চাল আসার পরেই সেখানে কাজ করতে আসা শ্রমিক, সিকিউরিটি সহ অফিসারদের থার্মাল স্ক্রিনিং করল জেলা স্বাস্থ্য দপ্তর। মাল উঠা নামার ক্ষেত্রে যাঁরা কাজ করছেন প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হয়। স্টেশনে প্রায় সাড়ে চারশো জনের থার্মাল স্ক্রিনিং করা হয়। পরে স্বাস্থ্য দপ্তরের লোকজন এফসিআই গোডাউন এ গিয়েও সেখানকার কর্মীদের থার্মাল স্ক্রিনিং করে।
আরও পড়ুনঃ অফিসে বসে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ সুভাষের
যেহেতু রেলের রেক বাইরে থেকে এসেছে তাই এই নিয়মমাফিক চেকিং বলেই জানান স্বাস্থ্য দপ্তরের ডাক্তার বাবু। রেলের এক আধিকারিক এর বক্তব্য আরপিএফ কর্মীদের মধ্যে করোনা পজিটিভ মেলার পরেই আরও বাড়তি তৎপরতা নিচ্ছে রেল প্রশাসন।।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584